রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মহিলাসহ একই পরিবারের চার জনকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকায় ঘটে এ ঘটনা। ব্যবসায়ী মফিজ উদ্দিন জানান, দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মানিক, আল-আমিন, করিমসহ বেশ কয়েক জন ৫নং ক্যানেল এলাকায় ব্যবসায়ী মফিজ উদ্দিনকে পিটিয়ে আহত করে। প্রতিবাদ করায় তার স্ত্রী কুলসুম, ভাবি বুলু ও খালাতো বোন তাসলিমাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন