তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা
গণিত শেখো-স্বপ্ন দেখো সেøাগানকে সামনে রেখে তেঁতুলিয়ায় ৩য় গণিত উৎসব ও রত্মগর্ভা মা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার তেঁতুলিয়া গণিত ও বিজ্ঞান ক্লাব আয়োজনে তেঁতুলিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি আব্দুল মজিদ বাবুল, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা জাসদ সভাপতি জাহিদুল ইসলাম, গণিত উৎসব ও বিজ্ঞান ক্লাব সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মডেল থানার অফিসার ইনচার্জ সরেশ চন্দ্র প্রমুখ। গণিত উৎসবে প্রশ্নোত্তর পর্ব, গণিত প্রতিযোগিতায় উপজেলার ৩৪টি স্কুলের ৩টি দলে ৩৫৬ জন শিক্ষার্থী অংশ নেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন