নাটোর জেলা সংবাদদাতা
নাটোরের বাগাতিপাড়ার হাড়িরবিল থেকে সাদ্দাম হোসেন (২৫) নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সাদ্দামের লাশ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী জানায়, বাগাতিপাড়ার ঘোরলাজ গ্রামের ইনছার আলীর ছেলে সাদ্দাম গত শুক্রবার বিকালে ৫টায় ভ্যান চালাতে গিয়ে নিখোঁজ হয়। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। পরে তাকে আর খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। গতকাল শনিবার সকালে উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের হাড়িরবিলে পরিত্যক্ত ইটভাটার পাশে একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি জানাজানি হলে সাদ্দামের স্বজনরা গিয়ে তার লাশ শনাক্ত করে। সাদ্দামের লাশের পাশে ভ্যানের চাবির রিং পাওয়া গেলেও ব্যাটারিচালিত ভ্যানটির কোনো হদিস মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের কারণেই সাদ্দামকে হত্যা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন