শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বিএনপি নেতাকর্মীদের হয়রানির অভিযোগ

সুনামগঞ্জ-৪ আসন

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সুনামগঞ্জ-৪ (সদর উপজেলা ও বিশ^ম্ভরপুর) আসনে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি (ঐক্যফ্রন্ট) মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া। গতকাল সোমবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্টে নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আসপিয়া আরো অভিযোগ করে বলেন, নির্বাচনের নীতিমালা অনুয়ায়ী মাইকিং এ প্রচার প্রচারনা রাত ৮ টার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এ আসনে মহাজোট প্রার্থী রাত ১০ পর্যন্ত প্রচারনা চালালেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। অপর দিতে ঐক্যফ্রন্ট প্রার্থী রাত ৮ টা পর্যন্ত শহরে মাইকিং করা পারেন না। পুলিশ তাতে বাধা দেয়। তিনি বলেন, রোববার দিনগত রাত থেকে তাঁর আসনের বিশ^ম্ভরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ফুল মিয়াসহ ১১ জন নেতাকর্মীকে পুলিশ ধরে নিয়ে গিয়ে গায়েবী মামলায় আসামি করছে। শুধু তাই নয় তাঁর সঙ্গে যেসব নেতাকর্মী প্রচারনায় যান তাদের বাসাবাড়িতে পুলিশ হানা দিয়ে হয়রানি করছে। সংবাদ সম্মেলনে অন্যান্যে মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমদ, রেজাউল করিম, জেলা বিএনপিসাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর আলী, সুনামগঞ্জ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন