শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কালীগঞ্জে বিএনপির সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যানসহ ৭ জন আটক

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ৪:৩২ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক আয়নাল হোসেন ও ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইলিয়াছ রহমান মিঠু সহ ৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা সড়কে বিএনপির নির্বাচনী কার্যালয় থেকে তাদের আটক করা হয়। এদিন সকাল থেকে সেখানে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী সভা চলছিল। সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
আটক অন্যরা হলো নলডাঙ্গা ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক গোলাম রসুল, ঘোড়শাল ইউনিয়ন বিএনপির সভাপতি ইছাহাক আলী, যুবদল নেতা মনিরুল ইসলাম, শামছুর রহমান মনা ও রিন্টু।

ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন, প্রতিদিন পুলিশ অতি উৎসাহী হয়ে একের পর এক মামলা দিয়ে ধরপাকড় করছে। এছাড়া আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা বিএনপি কর্মীদের উপর হামলা ও ভাঙচুর করছে। আজ পুলিশ নির্বাচনী অফিস থেকে নেতা-কর্মীদের ধরে নিয়ে গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন