শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ৪:৩২ পিএম

সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, কামারখন্দ ও সলঙ্গার থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কামারখন্দ উপজেলা জামায়াতের আমির ইউসুফ আলী, জামায়াত কর্মী সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাইফুল আলম, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, যুবদল নেতা শাহজালাল ভুট্টো, জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাবেক যুগ্ম-সম্পাদক মানিক আহম্মেদ, বিএনপি ও জামায়াত কর্মী আলম হোসেন, আব্দুর রশিদ, সাগর আহমেদ, আতাউর রহমান, রেজওয়ান, আহাদ আলী, আব্দুল বারিক, আমিরুল ইসলাম এবং আমানত উল্লাহ।
সিরাজগগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ, কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম, উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ ও সলঙ্গা থানার ওসি তাজুল হুদা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন