রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাটমোহরে বিএনপি নেতা কফিল গ্রেফতার

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ১০:৫৬ পিএম | আপডেট : ১২:১১ এএম, ২৬ ডিসেম্বর, ২০১৮

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কফিল উদ্দিনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। চাটমোহর থানার এসআই রায়হান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে তাকে হরিপুর কুঠিপাড়া এলাকা থেকে গ্রেফতার করেন।তিনি চড়ইকোল গ্রামের মৃত কমল উদ্দিন প্রামানিকের ছেলে। পুলিশ জানায়, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় পৌর শহরের পাঠানপাড়া এলাকায় একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী কেএম আনোয়ারুল বাড়ির সামনে দিয়ে নৌকা প্রতীকের পক্ষে যুবলীগ ও ছাত্রলীগের একটি মিছিল যাওয়ার সময় পরপর ৪টি ককটেল বিস্ফোরণ হয়। পরে ওই দিন রাতেই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাদী হয়ে বেশ কয়েকজন বিএনপি নেতাকে অভিযুক্ত করে চাটমোহর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১২। ওই মামলার এজাহার নামীয় আসামী কফিল উদ্দিন। সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, মামলা দায়েরের পর থেকে কফিল উদ্দিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন