শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভৈরবে র‌্যাবের বিশাল মহড়া

ভৈরব (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগে নিশ্চিয়তায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভৈরব থেকে কটিয়াদী পর্যন্ত আঞ্চলিক সড়কে বিশাল মহড়ায় র‌্যাব।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ভৈরব শহরের নাটাল মোড়ে র‌্যাবের আনুষ্ঠানিক প্রস্তুতি শেষে মোটরসাইকেল ও টহল পিকাপসহ ২৫টি মাক্রোবাস নিয়ে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে মহড়া দেয়।
র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিউদ্দিন যোবায়ের ও সিনিয়র সহকারি পরিচালক চন্দন নাথের নেতৃত্বে ওই মহড়ায় দুই শতাধিক র‌্যাব সদস্য অংশ নেয়।
এদিকে র‌্যাবের এ মহড়াকে সাধারণ ভোটারগণের মাঝে আতংক সৃষ্টির কারণ হিসেবে অনেকেই তাদের অভিমত প্রকাশ করলেও অধিকাংশ মানুষজন র‌্যাবের এ মহড়াকে সাধুবাদ জানিয়েছেন। আইনশৃংখলা বাহিনী ভোটকেন্দ্র সহ রাস্তার অলিগলিতে নিরপেক্ষ ভুমিকা পালন করলে সাধারণ ভোটারগণ নিবিঘ্নে ভোট দিতে পারবে বলে আশা করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন