শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাগুরায় গত দুদিনে ২০ জন বিএনপি নেতাকর্মী গ্রেফতার

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১১:২৩ এএম

মাগুরায় গত দু দিনে বিএনপি'র বিশ জন দলীয় নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার চারটি থানা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় , শালিখা থানায় ১২ জন ও সদর থানা থেকে ৮ জনকে নাশকতার মামলায় গত দুইদিনে গ্রেফতার করা মাট প্রায় সাত শতাধিক ব্যক্তির নামে ৫ টি মামলার ঘটনা ঘটেছে। যাদের মধ্যে এখন পর্যন্ত এই ২০ জন মিলিয়ে মোট ৭০ জনকে পুলিশ গ্রেফতার করেছে। মাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিকুল ইসলাম গ্রেফতার প্রসঙ্গে বলেন, গত ১৮ই ডিসেম্বর শালিখা সীমাখলী বাজারে আওয়ামী হয়েছে। এদের মধ্যে জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আলী আহম্মেদ ও রয়েছেন।মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করে গ্রেফতারকৃত ব্যক্তিদের সংখ্যা কত এই তথ্য জানতে চাওয়া হলে তিনি ৬-৭ জন হবেন বলে জানান। এছাড়া মাগুরা শ্রীপুর থানা ও মোহাম্মদপুর থানার দুইজন ভারপ্রাপ্ত কর্মকর্তা এই দুই দিনে তাদের থানায় কোন গ্রেফতারের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন।বৃহস্পতিবার ২০ জনকে আদালতে হাজির করার পর বিজ্ঞ আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ গ্রেফতারের ঘটনায় মাগুরা জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক আখতার হোসেন বলেন, এমন গ্রেফতারের ঘটনা নতুন কিছু নয়, গন গ্রেফতার চলছেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন