রাজধানীর পুরানা পল্টনে জামান টাওয়ারের ৮ম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। আজ শুক্রবার বিকেল পৌনে ৩ টার দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপরেটর শাহাদাত হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। আরও দুইটি ইউনিট রওনা হয়েছে। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এদিকে ভবন কর্তৃপক্ষ জানিয়েছে, আট তলায় অবস্থিত ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআরএল) কার্যালয় থেকে আগুনের সূত্রপাত ঘটে।
জামান টাওয়ারের একটি ফ্লোরে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় অফিস। আজ বিকেলে সেখানে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন