শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৬৭

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ৫:৩২ পিএম

গত একরাতে সিলেট থেকে আরও ৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে সিলেট নগরী থেকে ৫৩ জন ও জেলার বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিনের অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিকার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার আসামী। গ্রেপ্তারকৃতদের মধ্যে সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ সোহেল রয়েছে। বাকীরাও বিএনপি-জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণ মাধ্যম) জেদান আল-মুসা জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কতোয়ালী থানায় ২০জন, জালালাবাদ থানায় ১জন, এয়ারর্পোট থানায় ১৫জন, মোগলাবাজার থানায় ৪জন, শাহপরাণ থানায় ৪জন, দক্ষিণ সুরমা থানায় ৯জন রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও নাশকতার অভিযোগ রয়েছে বলে জানান তিনি। মূসা আরো বলেন, পুলিশ কাউকে হয়রানী করছে না। যাদের বিরুদ্দে পরওয়ানা রয়েছে শুধু গ্রেফতার করা হয়েছে তাদেরকেই । এদিকে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত কমিশনার শামসুল ইসলাম সরদার জানান জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে মামলার ১৪ আসামীকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন