সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্ধিতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সেপু (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত সেপু সিরাজগঞ্জ সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মুকুল হোসেনের ছেলে ও জাহানারা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। গতকাল রোববার সকালে ১১টায় পৌর এলাকার ধানবান্ধি নিমতলায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সেপু সকালে নিজ বাড়ির আম গাছে উঠে আম পাড়ছিল। এ সময় ঘরের চালের উপরের বিদ্যুতের তাঁরের সাথে জড়িয়ে নিচে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন