শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পাঁচবিবিতে ২৪ লাখ টাকার সোনার বারসহ আটক ১

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা

ভারত সীমান্ত ঘেঁষা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর (কচুগাড়ী) এলাকা থেকে গতকাল রোববার সকালে ৬টি সোনার বারসহ অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রেন্টুকে (৪৫) আটক করেছে বিজিবি সদস্যরা। রেন্টু সীমান্ত গ্রাম ভূইডোবা গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। জানা যায়, সকালে রেন্টু ঢাকা থেকে নাইট কোচে আসার পর মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) কয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১০ভরি ওজনের ৬ পিস সোনার বার উদ্ধার করে। এ ব্যাপারে কয়া বিজিবি ক্যাম্পের সুবেদার এজাবুল ইসলাম ও হাবিলদার দেলোয়ার হোসেন সাংবাদিকদের কোনো তথ্য না দিলেও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কয়া ক্যাম্পের বিজিবি সুবেদার তাকে মোবাইলে বিষয়টি জানিয়েছেন। আটককৃত সোনার বারগুলো বাংলা হিলি কাস্টমসে জমা দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। আটকৃত সোনার মূল্য ২৪ লাখ টাকা বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন