শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সৈয়দপুরে বজ্রপাতে নিহত ১ আহত ৫

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা

নীলফামারীর সৈয়দপুরের পল্লীতে বজ্রপাতে ১ জন ঘটনাস্থলে নিহত হয়েছে এবং নারীসহ আহত ৫ জন। আহতদেরকে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুরে উপজেলার কাশিরাম বেলপুকুর ও ওয়াপদা এলাকায়। দুপুরে বজ্রসহ বৃষ্টিপাতের সময় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চশপাড়ার মৃত ঝিলা মাহমুদের ছেলে মোখলেছুর রহমান (৪৮) বাড়ির বারান্দায় বসে ধান মাপছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অপরদিকে শহরের ওয়াপদা এলাকায় বজ্রপাতে আব্দুল খালেকের স্ত্রী মনোয়ারা (৪০), আমজাদের স্ত্রী মল্লিকা (২৫), আশরাফের ছেলে ইলিয়াছ আলী (৪০), রহিমের ছেলে মোহাম্মদ আলী (৫০) ফজর আলীর ছেলে ইদ্রিস (৩০) গুরুতর আহত হন। পরে তাদের সৈয়দপুর ১শ” শয্যা হাসপাতলে ভর্তি করা হয়।
আলোচনা সভা
‘মা দিবসের অঙ্গীকার, শিশু মা আর নয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে গতকাল রোববার বেলা ১১টার সময় (৮ মে) বিশ্ব মা দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা পরিষদের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক। উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান রিনু প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন