নড়াইল জেলা সংবাদদাতা
নড়াইল পৌরসভার উজিরপুর ও বিজয়পুরসহ আউড়িয়া, বাশঁগ্রাম, চাঁচুড়ি ও ভদ্রবিলা ইউনিয়নের অন্তত ১২টি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখীর ছোবলে ১১টি গ্রাম লন্ডভন্ড হয়ে গিছে। ঘরে চাপা পড়ে দুই ভাইবোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। ঝড়ে সাত শতাধিক ঘটরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে। এছাড়া ব্যাপক পরিমাণ গাছপালা ভেঙ্গে পড়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বজ্রপাতসহ শিলাবৃষ্টি শুরুর মাধে মাধে প্রচ- বেগে ঝড় শুরু হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘরবাড়ি, গাছপালা মাটির সাথে মিশে যায়। ঝড়ে উজিরপুর, বিজয়পুর, আউড়িয়া ঋষিপাড়া, ভদ্রবিলা, বাগডাঙ্গা, শ্রীফলতলা, বনগ্রাম, আরাজি কলিমন, মোল্যা ডাঙ্গা, বাশগ্রাম, আরাজী বাশগ্রাম, দিঘলিয়া, সরকেলডাঙ্গাসহ কমপক্ষে ১২টি গ্রামের গ্রামের সাত শতাধিক বাড়ি-ঘর ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে। ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙ্গে পড়ায় চাপা পড়ে ছোটবাগডাঙ্গা গ্রামের নবিউদ্দিনের মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী পিয়ারী খাতুন (১৩) ও ছেলে আলফাজ (৫) এবং কালিয়া উপজেলার কলিমন গ্রামের বিকাশ বিশ্বাস (৫০) নিহত হয়েছে। এছাড়া সালাউদ্দিন, দিপালী, তহিদুল ফকির, প্রকাশ বিশ্বাস, আছিয়া, পাগলী, জাহাঙ্গীর ফকিরসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এলাকায় বিদ্যুতের তার ছিড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গাছপালা ভেঙ্গে পড়ায় রাস্তাঘাট দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে। পাটসহ কৃষি ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নড়াইল জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ জানান, নিহতের পরিবারকে ১০ হাজার টাকা করে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। এসব পরিবারকে সহযোগিতা করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন