মাদারীপুর-৩ আসনে আ.লীগের মনোনিত বিজয়ী প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বলেছেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে তার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ নৌকায় ভোট দিয়েছে। দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেখে নতুন ভোটাররাও নৌকার প্রতি সমর্থন জানিয়েছে। আর তার ফলেই মহাজোট এমন বৃহৎ বিজয় অর্জন করেছে। গতকাল সকালে কালকিনি উপজেলার রমজানপুরে নিজ বাড়িতে শুভেচ্ছা জানাতে আসা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।
এ সময় তার সহধর্মীনি সাবেক ছাত্রলীগ নেত্রী গুলশান আরা গোলাপ, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কালকিনি পৌরসভার প্রতিষ্ঠাতা প্রশাসক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান সিরাজুল আলম মৃধা, সিডিখান এলাকার ইউপি চেয়ারম্যান চাঁনমিয়া সিকদারসহ স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন