টাঙ্গাইলের বাসাইলে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরের দিকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মনোয়ারা বেগম (৪২)। সে বাসাইল উপজেলার নথখোলা পৌলীপাড়া এলাকার প্রবাসী ধলা খানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মনোয়ারা বেগমের স্বামী ধলা খান ও ছেলে আল-আমীন দীর্ঘদিন যাবৎ সৌদি প্রবাসী। এজন্য তিনি ঐ বাড়ীতেই একাই বসবাস করতেন। তিনি প্রতিদিনের মতো সোমবার রাতে ঘুমাতে যায়। সকালে স্থানীয়রা তার গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পেরণ করেছে। ওই নারীর সাথে প্রতিবেশীর জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ ছিল বলেও পুলিশ জানায়।
পুলিশ ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন