সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বরুড়ায় যুবদল কর্মীর দাফন

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

কুমিল্লার বরুড়ায় নির্বাচনী
সহিংসতায় গুলিবিদ্ধ চার যুবকের মধ্যে শাখাওয়াত নামের এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শাখাওয়াত বরুড়া উপজেলার পূর্ব আড্ডা গ্রামের আবু তাহেরের ছেলে।
গতকাল মঙ্গলবার দুপুরে আড্ডা ডিগ্রি কলেজ মাঠে শাখাওয়াতের নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার রাতে আড্ডা ডিগ্রি কলেজ ভোট কেন্দ্রে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে শাখাওয়াতসহ ৪ জন আহত হন।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ভোটের আগের দিন শনিবার দিবাগত রাতে জেলার বরুড়া উপজেলার আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্রে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন যুবদল কর্মী শাখাওয়াত হোসেন (৩২), দিদার (৩০), নুরুজ্জামান (২৮) ও নাহিদ (১৮)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল এবং পরে ঢামেকে ভর্তি কারা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাখাওয়াতের মৃত্যু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন