সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শার্শায় ২ এএসআইসহ আটক ৪

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৯, ১২:০৭ এএম

সোনা পাচারকারীর কাছ থেকে সোনা আত্মসাতের ঘটনায় গত বুধবার সন্ধ্যায় যশোরের শার্শা উপজেলার নাভারন মোড় থেকে ২ পিচ সোনার বারসহ পুলিশের ২ এএসআইসহ ৪ জনকে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটক এএসআইরা হচ্ছে, সাতক্ষীরার কলারোয়া থানার এএসআই ইছাহক ও পাটকেলঘাটা থানার এএসআই মামুন রেজা। অপর দু’জন হচ্ছে, মানিকগঞ্জের দক্ষিনধর এলাকার দুদু মিয়ার ছেলে অসিম (৩২) ও পাটকেলঘাটা থানার এএসআই মামুন রেজার ছেলে আশিক রেজা (২০) শার্শা থানার ওসি (তদন্ত) শেখ তাসমিম আলম জানান, অসিম নামে এক পাচারকারী ভারতে সোনা পাচার করছে এমন ধরনের গোপন খবর পেয়ে কলারোয়া ও পাটকেলঘাটা থানার দুই এএসআই নাভারন সাতক্ষীরা মোড় থেকে ২ পিচ সোনাসহ তাকে আটক করে। আটক সোনা পুলিশ আত্মসাত করার জন্য পাচারকারীকে জোরপূর্বক ধরে টানা-টানি করছে। এমন খবর পেয়ে শার্শা থানা পুলিশের এসআই আনোয়ার ঘটনাস্থলে গিয়ে ২ সহকারী দারোগাসহ পাচারকারী অসিম ও আশিককে আটক করে। এ সময় ইসাহাক ও মামুন রেজা নিজেদেরকে পুলিশ পরিচয় দেয়। বিষয়টি সন্দেহ হলে পুলিশসহ ৪ জনকে আটক করে তল্লাশী করলে অসিম নামে পাচারকারীর কাছ থেকে ২ পিচ স্বণের্র বার উদ্ধার করা হয়। পরে প্রাইভেট কারসহ তাদেরকে আটক করে শার্শা থানায় নিয়ে আসা হয়। ধৃত ২ এএসআই স্বর্ণ পাচারকারী অসিমের কাছে থাকা ২ পিচ স্বর্ণের বার পূর্ব পরিকল্পনা মোতাবেক ছিনতাই পূর্বক আত্মসাত করার চেষ্টা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন