বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের গুলশানের বাসায় গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল মার্কিন রাষ্ট্রদূতের বাসায় যান।
সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা। তবে বিএনপির পক্ষ থেকে মিডিয়ায় কিছু জানানো হয়নি।
এই বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি তিরিংকের সঙ্গে বৈঠক করবেন মির্জা ফখরুল।
এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, এটা অনানুষ্ঠানিক বৈঠক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন