শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বাপ-বেটা ও বাপ-বেটির লড়াই

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

কমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা আসন্ন ২৮ মে অনুষ্ঠেয় ৫ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়ন পরিষদে বাবা ও ছেলে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছেন। একই ইউনিয়নে বাবা সাধারণ ওয়ার্ডে ও মেয়ে সংরক্ষিত নারী সদস্য ওয়ার্ডে সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছেন। কমলগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, শমশেরনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থী (স্বতন্ত্রপ্রার্থী হিসেবে) সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মঙ্গলবার মনোনয়নপত্র জমা করেছেন। একই দিনে আব্দুল গফুরের ছেলে মারুফ আহমদ স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছেন। সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর একই সাথে বাবা-ছেলের মনোনয়নপত্র জমাদানের সত্যতা স্বীকার করে বলেন, ছেলের একটি পরিচিত প্রয়োজন। তাছাড়া বাছাইকালে তার নিজের প্রার্থীতায় কোন প্রকার অঘটন না ঘটলে পরবর্তীতে ছেলে মারুফ আহমদ প্রার্থীতা প্রত্যাহার করে নিবে। শমশেরনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সাবেক ইউপি সদস্য রতন বর্মা মনোনয়নপত্র জমা করেছেন। একই ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ডে (৭, ৮ ও ৯নং ওয়ার্ডে) নারী সদস্য পদে রতন বর্মার একমাত্র মেয়ে মীনা বর্মা মনোনয়নপত্র জমা করেছেন। বাবা-মেয়ে সদস্য পদে মনোনয়ন জমা দানের কথা স্বীকার করে রতন বর্মা বলেন, মেয়েকে বিয়ে দিয়েছি। এখন সে তার স্বামীর এলাকার সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য হিসেবে প্রার্থী হয়েছে। এখানে বাবা হিসেবে তাকে কিছু বলার নেই। তার তিনি আগেও ৫নং ওয়ার্ডে সদস্য ছিলেন, এবার আবারও প্রার্থী হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন