উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা
কক্সবাজারের উখিয়ার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ শুধুমাত্র একটি ইউনিয়নে প্রার্থী ঠিক করতে পেরেছে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী ৪ জুন ষষ্ঠ ধাপে উখিয়ার পাঁচ ইউপিতে ভোট গ্রহণ করা হবে। বিএনপি সূত্রে জানা গেছে, তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে উখিয়া সদর রাজাপালং ইউনিয়নে সাবেক চেয়ারম্যান শাহ কামাল চৌধুরী, রতœাপালং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, জালিয়াপালং ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়নে এস এম শামশুল হক, ও পালংখালী ইউনিয়নে হেলাল উদ্দিনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহাজাহান চৌধুরী বলেন, উখিয়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে বিএনপির বিজয় সুনিশ্চিত। এদিকে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলে একাধিক মনোনয়নপ্রত্যাশী প্রার্থী থাকায় চার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঠিক করা সম্ভব হয়নি। জালিয়াপালং ইউনিয়নে সাবেক চেয়ারম্যান এস এম ছৈয়দ আলম, রুহুল আমিন চৌধুরী, রতœাপালং ইউনিয়নে আবুল মনসুর চৌধুরী, তাসহিদ চৌধুরী ও ছৈয়দ মোহাম্মদ নোমান, হলদিয়াপালং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন, ইমরুল কায়েস চৌধুরী, শাহ আলম, আমিনুল হক আমিন ও গিয়াস উদ্দিন চৌধুরী, পালংখালী ইউনিয়নে শাহাদত হোসেন ও আলী আহমদের নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানো হয়েছে। দু-এক দিনের মধ্যে দলীয় প্রার্থী চূড়ান্ত হতে পারে। উখিয়া সদর রাজাপালং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী (একমাত্র প্রার্থী)। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের একজন নেতা বলেন, দলীয় প্রার্থী চূড়ান্ত না হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা। তিনি বলেন, প্রার্থী মনোনয়নে দল সঠিক সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে কেউ কেউ ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে পারেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে জেলা থেকে একটি তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। দলে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় প্রার্থী চূড়ান্ত হতে একটু দেরি হচ্ছে। আশা করছি, দু-এক দিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে।’ উখিয়ার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা মহা টেনশন ও অস্থিরতা নিয়ে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। গত বুধবার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা বোর্ড উখিয়ার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করার কথা থাকলেও এ রির্পোট লেখা পর্যন্ত ঘোষণা করা হয়নি। ফলে প্রার্থীদের পাশা-পাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অধির আগ্রহে প্রহর গুণছেন এককপ্রার্থী কারা হচ্ছেন! তবে যেকোন সময় বহুপ্রত্যাশীত আওয়ামী লীগের একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে ঢাকা থেকে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ঢাকা থেকে প্রাপ্ত সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্যরা সর্বশেষ যাচাই-বাচাই করে উখিয়ার ৫টি ইউনিয়নে নৌকা মার্কার একক প্রার্থীদের তালিকা প্রধান মন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করেছেন। প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করা হলেই চূড়ান্ত হওয়া প্রার্থীদের হাতে প্রার্থীতার মনোনয়নপত্র তুলে দেয়া হতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন