কুমিল্লা উত্তর সংবাদদাতা
কুমিল্লার তিতাস উপজেলার আলোচিত জিয়ারকান্দি ইউনিয়নের বিএনপি দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বর্তমানে ওই ইউনিয়নে সরকারদলীয় প্রার্থী মো. মনির হোসাইন সরকার একক প্রার্থী। এদিকে বিএনপি দলীয় প্রার্থী এমদাদ হোসেন আখন্দের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি নিজ থেকেই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছি। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মনির হোসাইন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়নে কর্মকা- করেছি। দলীয় নেতাকর্মীসহ মানুষের সুখ-দুঃখে নিজেকে জড়িয়ে রেখেছি। তাই এলাকার মানুষ যা ভালো মনে করেছে তাই করেছে। আমি এলাকার সর্বস্তরের মানুষকে এবং সরে দাঁড়ানো ওই প্রার্থীকে গভীর শ্রদ্ধা ও ধন্যবাদ জানাচ্ছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন