কুমিল্লা উত্তর সংবাদদাতা
কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও বিদ্রোহী প্রার্থী মেঘনা উপজেলা যুবলীগের আহ্বায়ক মজিবুর রহমানের হাত-পা ভেঙে দেয়ার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বিদ্রোহী প্রার্থী মজিবুর রহমান ইনকিলাবকে ফোনে জানান, ওই ইউনিয়নের মুগারচর গ্রামে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর লোকজন মাইক দিয়ে নির্বাচনী প্রচারণা চালান। এক পর্যায়ে ওই প্রার্থীর সমর্থকরা মাইকে ঘোষণা দেন যে, বিদ্রোহী প্রার্থী মজিবুর রহমান নির্বাচন থেকে সরে না গেলে তার হাত-পা ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে ১৩ মে এর আগে কোনো প্রার্থীর পক্ষেই মাইক দিয়ে প্রচারণা চালালে নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হবে। অথচ সরকার দলীয় ওই প্রার্থী মাইক দিয়ে প্রচারণা চালাচ্ছেন এবং প্রতিপক্ষ প্রার্থীকে প্রাণনাশের হুমকি দিয়ে বেড়াচ্ছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন