শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শিবগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা

‘শ্রম অনুপাতে মর্যাদা চাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানের বিকল্প নাই’Ñ এই দাবি নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় নিজ নিজ পৌর ভবনের সামনে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন। পরে স্ব-স্ব নির্বাহী অফিসারদের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। শিবগঞ্জের ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. কারিবুল হক রাজিন, প্যানেল মেয়র আবদুস সালাম ও পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের শিবগঞ্জ শাখার সভাপতি আবদুল বাতেনসহ অন্যরা। বক্তারা অবিলম্বে চাকরি জাতীয়করণসহ রাজস্ব তহবিল থেকে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন সুবিধাসহ সব সরকারি সুবিধা সরকারি কোষাগার থেকে দেওয়ার দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন