পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবিতে পৌর কর্মকর্তা-কর্মচারীরা সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও অবসরকালীন পেনশন সুবিধার দাবিতে গতকাল সোমবার মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মাজিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পৌরসভার সচিব সৈয়দ মোহাম্মদ আলী, সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজ, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য মতিয়ার রহমান, মাহবুব আলম চৌধুরী, মাহবুব আলম প্রমুখ। বক্তারা স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সমবায় অধিদপ্তর, ওয়াসাসহ অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় সরকারি কোষাগার হতে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন