শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ট্রেন স্টপিজ দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে ৭৪৫ ও ৭৪৬ নং আপ ডাউন যমুনা আন্তঃনগর ট্রেনের স্টপিজ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। শ্রীপুরের সর্ব সাধারণের উদ্যোগে টানা ২৩ দিন ধরে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন চলছে। ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার সময় শ্রীপুর স্টেশনে আসার সঙ্গে সঙ্গে শত শত জনতা জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে প্রতিদিনিই ট্রেন থামালেও টনক নড়েনি কর্তৃপক্ষের। দাবী আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাধারণ জনতা। জানা গেছে, শ্রীপুর রেলস্টেশনটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেশন। শ্রীপুর শিল্পাঞ্চাল অধ্যুষিত এলাকা হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ লোক শ্রীপুরে বসবাস করে। প্রায় ১ বছর পূর্বে রেলমন্ত্রী শ্রীপুর রেলস্টেশনের প্লাটফর্মে এক সভায় আশ্বাস প্রদান করেন একটি ওভারব্রীজসহ যমুনা ট্রেনের স্টপিজের ব্যবস্থা করবেন। মন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় কোটি টাকা ব্যয়ে শ্রীপুর স্টেশনে একটি মনোরম ওভারব্রীজ নির্মান হলেও ঝুলে আছে যমুনা ট্রেনের স্টপিজের বিষয়টি। শ্রীপুর বাজারের ব্যবসায়ী তপন কুমার বনিকসহ বাজারের ব্যবসায়ীদের উদ্যোগী হয়ে ট্রেন থামানোর কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচীতে শ্রীপুর বাজার ব্যবসায়ী নিরাপত্তা কমিটির সভাপতি রুহুল আমিন রতন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহাগ, সাংবাদিক এম এম ফারুক, যুবলীগ নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাজারের সর্বস্তরের ব্যবসায়ী কর্মসূচীতে অংশ নেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন