শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

অসামাজিক কার্যকলাপের অভিযোগে জেল-জরিমানা

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা

জয়পুরহাটের পাঁচবিবিতে অসামাজিক কার্যকলাপের দায়ে গতকাল সোমবার স্বামী-স্ত্রীসহ ৫ জনের জেল ও জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, গত রোববার সন্ধ্যায় পৌর এলাকার দানেজপুর গ্রামে একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছিল। সংবাদ পেয়ে পাঁচবিবি থানার এসআই আমিনুল ওই বাড়ি থেকে ৫ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের মধ্যে পাবনা জেলার হেমায়েতপুর গ্রামের তায়েজ আলীর ছেলে ইকরামুল সরদার (৩০)-কে ৩ হাজার টাকা, উপজেলার বৃদ্ধি গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী জেসমিন (৪০)-কে ২ হাজার ও শেকটা গ্রামের মোন্তাজ আলীর মেয়ে সাদিয়া আক্তার মনি (২৩)-কে ২ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া দক্ষিণ গোপালপুর গ্রামের আমজাদ হোসেন (৫৯)-কে ১ মাস ও তার স্ত্রী মুর্শিদা বেগম (৩৬)-কে ১৫ দিনের জেল দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন