মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যশোরে স্কুলছাত্র হত্যায় জড়িত যুবক বন্দুকযুদ্ধে নিহত

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৯, ১২:০৬ পিএম

যশোরের মনিরামপুরে স্কুল ছাত্র হত্যাকাণ্ডে জড়িত এক যুবক পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। নিহত বিল্লাল হোসেন মণিরামপুরের খেদায়পুর গ্রামের মোস্তফা’র ছেলে।
 
বুধবার ভোরে মণিরামপুরের নেহালপুর সড়কের কামালপুর জোড়া ব্রিজের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে অপহৃত স্কুলছাত্র তারিফের লাশ উদ্ধার করে পুলিশ।
 
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন জানান, নিহত বিল্লাল গত ৬ জানুয়ারি রোববার মনিরামপুরের  গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্র তারিফ হোসেনকে অপহরণ করে। এরপর সে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
 
দাবিকৃত মুক্তিপণের টাকা মঙ্গলবার দুপুরে কেশবপুরের একটি বিকাশের দোকানে আনতে যায় বিল্লাল। এ সময় তারিফের মামা কেশবপুর থানা পুলিশের সহযোগিতায় বিল্লালকে আটক করে।
 
এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী রাতে মণিরামপুরের নেহালপুর সড়কের কামালপুর জোড়া ব্রিজের কাছ থেকে তারিফের লাশ উদ্ধার করতে যায় পুলিশ। এ সময় বিল্লালের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি বর্ষণ করলে বন্দুকযুদ্ধে বিল্লাল নিহত হয়।
 
পরে ওই ব্রিজের নিচ থেকে তারিফের লাশ উদ্ধার করা হয়। নিহত তারিফ ও বিল্লালের লাশ যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।    
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
NAZIR ৯ জানুয়ারি, ২০১৯, ৪:৫৩ পিএম says : 0
ছোট বেলায় ছুনতাম আসামীদের নাকি হাটুর নিচে গুলি করার আদেশ ছিলো পুলিশের মারার হুকুম ছিলোনা আর এখন পুলিশ আসামী পাইলেই মাইরা দেয় বুজলাম না পুলিশ কত পাওয়ারে চলতাছে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন