শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রেনযোগে চীন ছাড়লেন কিম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাষ্ট্রীয় সফর শেষে ট্রেনযোগে চীন ছেড়েছেন বলে জানিয়েছে রয়টার্স। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, তাদের একজন প্রত্যক্ষদর্শী চীনের রাজধানী বেইজিং থেকে একটি ট্রেন ছেড়ে যেতে দেখেছেন। এ সময় বেইজিং রেলওয়ে স্টেশনে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হয়। ধারণা করা হচ্ছে, এই ট্রেনের আরোহী ছিলেন কিম জং উন। কেননা, ইতোপূর্বেও তার সফরের সময় স্টেশনটিতে এমন নিরাপত্তা ব্যবস্থা দেখা গিয়েছিল। কিম জং উনউত্তর কোরিয়া বা চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অবশ্য কিমের চীন ত্যাগের ব্যাপারে কিছু জানানো হয়নি। নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রকে ‘বিকল্প ব্যবস্থা’র হুমকি দিয়ে সোমবার ট্রেনযোগে সস্ত্রীক চীন সফরে যান কিম জং উন। এ সময় তাদের সঙ্গে উত্তর কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর আমন্ত্রণে তার এ সফর। ইংরেজি নতুন বছরের বার্তায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন কিম জং উন। তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে তার দেশ অঙ্গীকারাবদ্ধ। রয়টার্স, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন