কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা যাওয়ার পথে একটি কাভার্ড ভ্যান ও পিকআপে তল্লাশি চালিয়ে ২৭ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় গাড়ি দু’টি জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর ও মহীপালে এ দুটি অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজার জেলার রামু উপজেলার মেরুল্লা গ্রামের মো. হাছান (২৬) ও মো. রাসেল (২২), লক্ষ্মী পুর জেলার চন্দ্রগঞ্জ থানার সানকি ভাংগা গ্রামের মো. রায়হান উদ্দিন (২৫) ও মো. আশরাফুল ইসলাম রুবেল (২০)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন