শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পাকুন্দিয়ার ইদ্রিস আলী ভূঁইয়ার ইন্তেকাল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

পাকুন্দিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, পাকুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীন রাজনীতিবিদ ইদ্রিস আলী ভূঁইয়া ইন্তেকাল করেছেন। তিনি গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে মারা যান (ইন্নালিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বেলা ১১টায় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে তার নিজ বাড়ি ভূঁয়ারচর গ্রামে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে, সরকার দলীয় এমপি নূর মোহাম্মদ, পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান রঞ্জন, জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক কামাল উদ্দিন, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকনসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের প্রবীন এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন