আড়াইহাজার উপজেলার চম্পকনগর গ্রামে হামলা ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্থ মোসলেম মেম্বার বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ঘটনার মূলহোতা লোকমান মেম্বারকে প্রধান আসামী করা হয়েছে। এতে ৫১ জনের নাম উল্লেখ পূর্বক এবং অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামী করা হয়েছে। এদিকে এই রিপোট লেখা পর্যন্ত গতকাল শনিবার বিকাল কোন আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ।
প্রসঙ্গত, শুক্রবার উপজেলার খাগকান্দা ইউনিয়নের চম্পক নগর গ্রামে পার্শ্ববর্তী গ্রাম কাকাইল মোড়া লোকমান মেম্বারের নেতৃত্বে ৫/৬শতাধিক লোক হামলা চালিয়ে শতাধিক ঘরবাড়ী ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এতে আহত হয়ে ২০ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন