শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

লোকজ মেলার সংবাদ সম্মেলন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে (সোনারগাঁ জাদুঘরে) মাসব্যাপী লোকজ মেলা উপলক্ষে গতকাল রোববার সকালে ফাউন্ডেশন লাইব্রেরী মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। ফাউন্ডেশনের পরিচালনক কবি রবিন্দ্র গোপের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল হোসাইন, ডিসপ্লে অফিসার আজাদ সরকার, লেকচারাল মোয়াজ্জিম মাসুদ প্রমুখ। সম্মেলনে জানানো হয় এবারের মেলা ১৫ জানুয়ারি শুরু হবে। মেলায় ১৭০টি দোকান বরাদ্ধ দেয়া হয়েছে। এর মধ্যে কারুশিল্প প্রদর্শনী স্টল ৩০টি, হস্তশিল্প ৫০টি, পোশাক ৩৩টি, স্টেশনারী ও কসমেটিক্স ৩০টি, খাবার দোকান ২৭টি। মেলার প্রক্কলন ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ টাকা টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন