শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মুক্তিযোদ্ধা পরিবারের ওপর সন্ত্রাসী হামলা আহত ৩ গ্রেফতার ১

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা

মাদারীপুরের কালকিনি উপজেলার কাজীবাকাই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কাশেম হাওলাদারকে নৌকা প্রতীকে ভোট দেয়ার জেরে হামলার শিকার হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ পরিদর্শক আ. রাজ্জাক মোল্লা (৬৫) ও তার ২ ছেলে মনির হোসেন মোল্লা (৩৫) ও ইনসান মোল্লা (২৫)। গত রোববার সকালে পশ্চিম মাইজপাড়া গ্রামে লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সর্জ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায় স্বতন্ত্রপ্রার্থী নূর মোহাম্মদ হাওলাদারের সমর্থক মোসারফ মোল্লা, মজিবর মোল্লা, হারুন মোল্লা ও আয়নাল হক মোল্লা। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং ২০/২৫ জনকে অজ্ঞাত রেখে ডাসার থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ স্বপন মোল্লা (২৮) নামের একজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। কিন্তু মামলা তুলে নিতে আসামি পক্ষ বাদী পক্ষদের বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে হামলার শিকার বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মোল্লা অভিযোগ করে বলেন, হামলাকারীরা মামলা তুলে নিতে অনবরত হুমকি-ধামকি চালিয়ে যাচ্ছে। এতে করে আমার পরিবারের লোকজন চরম আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন