শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৯ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার কায়ছার মোহাম্মদ জানান, পাঁকা ইউনিয়নে ৩ জন, দাইপুখুরিয়া ইউনিয়নে ৫ জন, মোবারকপুর ইউনিয়নে ২ জন, চককীর্ত্তি ইউনিয়নে ১ জন, শ্যামপুর ইউনিয়নে ১ জন, দূর্লভপুর ইউনিয়নে ৩ জন, মনাকষা ইউনিয়নে ১ জন, ধাইনগর ইউনিয়নে ২ জন ও ছত্রাজিতপুর ইউনিয়নে ১ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- পাঁকা ইউনিয়নে সাদিকুল ইসলাম (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ১ হাজার ১১০ ভোট, তরিকুল ইসলাম (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ১৮ ভোট, ইসমাইল হোসেন (নৌকা) প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৮৫ ভোট। দাইপুখুরিয়া ইউনিয়নে মাইনুল ইসলাম (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৭৩ ভোট, কুল্লুর রহমান (মশাল) প্রতীকে পেয়েছেন ৭৮ ভোট, আফাজুদ্দিন (মোটরসাইকেল) প্রতীকে ৩৯৮ ভোট, হাকিম আল ইসলাম (দুটি পাতা) প্রতীকে পেয়েছেন ৩৮৫ ভোট, আলোমগীর (নৌকা) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৮২ ভোট। মোবারকপুর ইউনিয়নে ময়জুল ইসলাম (মশাল) প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট, আবদুল মান্নান (আনারস) প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট। চককীর্ত্তি ইউনিয়নে অন্তর আলী শামীম (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ১১২ ভোট। শ্যামপুর ইউনিয়নে নওয়াব মোহাম্মদ শামশুল হোদা (অটোরিকশা) প্রতীকে পেয়েছেন ১৩২ ভোট। দূর্লভপুর ইউনিয়নে বজলার রশিদ সোনু (আনারস) প্রতীকে পেয়েছেন ৭০৭ ভোট, মোশারফ হোসেন এম (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৩৪ ভোট, কামাল উদ্দিন (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৯৬ ভোট। মনাকষা ইউনিয়নে নাজমুল আলম উজ্জল (আনারস) প্রতীকে পেয়েছেন ৪৩২ ভোট। ধাইনগর ইউনিয়নে জুয়েল আলী (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ১০৬ ভোট, আতাউর রহমান (শাহ আলম) (আনারস) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৭ ভোট। ছত্রাজিতপুর ইউনিয়নে আল মোতাশিম বিল্লাহ্ (চশমা) প্রতীকে ৬৫ ভোট পেয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন