শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

৭ দিন পর আড়াইহাজার থেকে উদ্ধার : গ্রেফতার ১

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বাড়ি থেকে জরুরি কাজে ঢাকা যাওয়ার পথে মদনপুর থেকে কুমিল্লার চৌদ্দগ্রামের শ্যালক-দুলাভাইকে অপহরণ ও ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির ৭ দিনের মাথায় অপহৃত একজনকে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজানগোপিন্দী গ্রামের আলমগীরের বাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় গত বৃহস্পতিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। অপরজন কৌশলে পালিয়ে গেছে। উদ্ধারকৃত শ্রমিকের নাম শাহ আলম (৩২)। সে কুমিল্লা সদর দক্ষিণ থানার লোলবাড়িয়া এলাকার হাফেজ আহাম্মদের ছেলে।

উদ্ধারকৃত শাহ আলম জানান, ১০ জানুয়ারি দুপুরে তাকেসহ তার শ্যালক আরিফ (৩০) কে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর নামক স্থান থেকে একটি মাইক্রো বাসে তুলে জোরপূর্বক অপহরণ করা হয়। এরপর তাদেরেকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে অমানবিকভাবে নির্যাতন করা হয় এবং বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাদের পরিবারের কাছে নগদ ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এর মধ্যে তার সাথে অপহরণে শিকার তার শ্যালক আরিফ কৌশলে পালিয়ে যায়। পরে আরিফ ঘটনাটি মোবাইল ফোনে তার পরিবারকে জানায় এবং ৯৯৯ নম্বর থেকে ফোন করে পুুলিশ কে বিষয়টি অবহিত করে।

পুলিশ প্রায় এক সপ্তাহ খোঁজা খুঁজি করে বৃহস্পতিবার রাতে শাহ আলমকে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের অফিসের বারান্দা থেকে হাত-পা বাঁধা ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়। উদ্ধারকৃত শাহ আলম বর্তমানে ঢাক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে শাহ আলমের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ধৃত আলমগীরসহ ৬ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে। মামলার অপরাপর আসামীরা হচ্ছে শাহেদ, আফজাল, রাতুল, আরমান ও মাজহারুল। এদের বাড়ি ব্রাক্ষন্দী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। প্রধান আসামী আলমগীর উজান গোপিন্দী গ্রামের তারা মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার এসআই রফিউদৌলা জানান, আটককৃত আলমগীর ঘটনার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন, প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন