বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বাড়ির আঙিনায় পেঁপে চাষ

ঝিনাইগাতী (শেরপুর) থেকে এস কে সাত্তার | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ঝিনাইগাতীতে জনপ্রিয় হয়ে উঠছে বাড়ির আঙিনায় পেঁপে চাষ। আবার অনেকেই বানিজ্যিকভাবে শুরু করেছেন পেঁপের আবাদ। অত্যন্ত লাভজনক হওয়ায় দ্রুত প্রসার ঘটছে পেঁপে চাষের। চাষিরাও ব্যাপকভাবে ঝুঁকে পড়েছে পেঁপে চাষে।

গোটা উপজেলাজুড়েই বাড়ির আঙিনায়তো পেঁপের চাষ হচ্ছেই। তাছাড়াও বর্তমানে গোটা গারো পাহাড়ি এলাকায় কৃষকরা বানিজ্যিকভাবে শুরু করেছে পেঁপের চাষ। ঝিনাইগাতী উপজেলার কৃষক সরোয়ার্দী দুদু মন্ডল এবং পাহাড়ি এলাকার ক’জন পেঁপে চাষি এই প্রতিবেদককে জানান, পেঁপের আবাদ অত্যন্ত লাভজনক হওয়ায় তারা এখন ব্যাপকভাবে পেঁপে চাষ শুরু করছেন। পেঁপে চাষ করতে বিঘা প্রতি জমি তৈরি, সার, বীজ, কীটনাশক এবং পরিচর্যাসহ খরচ হচ্ছে ১০-১২ হাজার টাকা। তাতে বছরে প্রায় লাখ টাকার পেঁপে বিক্রি করা যায় বলে তারা জানান। তাছাড়া একই জমিতে একবার পেঁপের চাষ করে কমপক্ষে চার বছর পেঁপে পাওয়া যায়। তাই অত্যন্ত লাভজনক হওয়ায় কৃষকরাও বেশ ঝুঁকে পড়েছে পেঁপে চাষের ওপর। অনেক চাষি পেঁপে চাষে দেখছে লাভের মুখ। দেখাদেখিও অনেকেই পেঁপে চাষ শুরু করে দিয়েছেন।

উপজেলার কৃষকরা জানান, ঝিনাইগাতী পাহাড়ি এলাকায় দ্রুত বাড়ছে পেঁপের আবাদ। অনেকেই পেঁপে চাষে লাভের মুখ দেখতে শুরু করেছে। বাড়ির আঙিনায় পেঁপে চাষতো বাড়ছেই। সেই সাথে বাড়ছে বানিজ্যিকভাবে পেঁপের আবাদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন