শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বেতাগীতে অতি দরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বেতাগীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি)র আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রথম পর্যায়ের ৮০ দিনের কাজ শুরু হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে গত শনিবার উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আব্দুল মজিদ খানের বাড়ির দক্ষিন পাশ হতে ফকির বাড়ি মসজিদ হয়ে তৈয়ব আলী হাওলাদারের বাড়ি পর্যন্ত মাটির রাস্তার উন্নয়ন কাজের মাধ্যমে-এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসান। বিশেষ অতিথি ছিলেন, বিবিচিনি ইউপি চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন নয়ন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারি প্রকৌশলী সুদেব কৃষ্ণ হাওলাদার, প্রকল্পের সভাপতি ইউপি সদস্য সালমান এইচ রহমান রাসেল ও প্যানেল চেয়ারম্যান মো. সাইফুর রহমান নান্টু। এ কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়নে ১৬ টি প্রকল্পে উপকারভোগীর সংখ্যা ৫৫৬ জন। প্রকল্পের অনুকূলে বরাদ্দের পরিমান ৪৪ লাখ ৮০ হাজার টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন