ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে হত্যা মামলার ২ আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, তারাকান্দা উপজেলার চর গোপিনাথপুর গ্রামের সুরুজ আলী হত্যা মামলার এজাহার নামীয় আসামি একই বাড়ীর শমসের আলী খানের পুত্র মঞ্জুরুল খান(৩০) ও মোস্তফা খানের পুত্র আঃ হেলিম খান( ২৮) কে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজিপুর জেলার জয়দেবপুর এলাকা থেকে গ্রেফতার করে।অপরদিকে এএসআই মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গ্রেপ্তারিপরোয়ানা মুলে বানিহালা ইউনিয়নের নৈহাটী গ্রামের চাঁন মিয়ার পুত্র সুমন (২৫) কে গ্রেফতার করে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানূর রহমান জানান, ধৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন