রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননার প্রতিবাদে যবিপ্রবির ভিসির অপসারণের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৯, ৩:৫১ পিএম

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর অবমাননা এবং ছাত্রলীগ সম্পর্কে কটুক্তির প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন ও শিক্ষক সমিতির সভাপতি ড. ইকবাল কবীর জাহিদকে অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে যবিপ্রবি ক্যাম্পাসে যবিপ্রবি ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধন চলাকালে ছাত্রলীগ নেতারা বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আনোয়ার হোসেন ও শিক্ষক সমিতির সভাপতি ড. ইকবাল কবীর জাহিদ বিশ্ববিদ্যালয়ের এ বছরের ডেস্ক ক্যালেন্ডারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননা করেছেন। তাদের শাস্তি হওয়া উচিত। এছাড়া তারা ছাত্রলীগ সম্পর্কে বিভিন্ন সময় কটুক্তি করে আসছে। তারা আমাদের এই আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে নানা রকম ষড়যন্ত্র করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন