শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ফুলবাড়ীতে রামদায়ের কোপে আহত ১

প্রকাশের সময় : ১২ মে, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা
চতুর্থ দফা ইউপি নির্বাচনের তৃতীয় দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে পরাজিত মোটরসাইকেল মার্কার সমর্থকদের রাম দায়ের কোপে বিজয়ী নৌকার সমর্থক আজিজুল হক পচা(৩৮) মারাত্বক আহত হয়েছে। নির্বাচনের চার দিন পেরিয়ে গেলেও প্রতিপক্ষের আকস্মিক হামলার আশংকায় ওই ইউনিয়নে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার বিকালে ওই ইউনিয়নের টেপরীর বাজার মোস্তফার চায়ের দোকানে বসে ছিলেন পচা। এ সময় একাকী পেয়ে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মোক্তার আলীসহ ১০/১২ জন রামদা দিয়ে পচাকে এলোপাতাড়ী কুপিয়ে মাটিতে ফেলে দেয়। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন