গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি তিল ৪ জাতের উন্নত উৎপাদন কলা-কৌশলের উপর টুঙ্গিপাড়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প ও কৃষি সম্প্রসার অধিদপ্তর আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের ডিডি সমীর কুমার গোস্বামী। গত মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামে টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারনের সহকারী উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন, প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম খায়রুল বাসার, বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও কৃষক মাহাবুবুর রহমান বিশ্বাসসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন