পিরোজপুরের মঠবাড়িয়ায় গাজাঁসহ মো.রুবেল হোসেন আকন (২০) নামে আটক ছাত্রলীগ নেতাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত বুধবার সন্ধ্যায় থানা পুলিশ উপজেলার ছোটমাছুয়া মন্ডল বাড়ির সামনের সড়ক থেকে রুবেলকে আটক করে এসময় তার কাছ থেকে দশ গ্রাম গাজাঁ উদ্ধার করে পুলিশ। পরে রাত সাড়ে নয়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারি কমিশনার ভুমি) রিপন বিশ্বাস এর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে রুবেলকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়। রুবেল উপজেলার ছোটমাছুয়া গ্রামের মো.আবুল হোসেন আকনের ছেলে। সে তুষখালী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক।
মঠবাড়িয়া থানার এস আই নুর হোসেন জানান, বুধবার সন্ধ্যায় থানা পলিশ উপজেলার ছোটমাছুয়া মন্ডল বাড়ির সামনের সড়ক থেকে রুবেলকে আটক করে রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারি কমিশনার ভুমি) রিপন বিস্বাস এর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে রুবেলকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় আদালত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন