বরগুনার বেতাগীতে নকল মুক্ত পরীক্ষা, বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করেছে শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। এর পাশাপশি জঙ্গিবাদ, সন্ত্রাস-এর বিরুদ্ধে সোচ্চার থাকতে হাত তুলে অঙ্গীকার করেন। বেতাগীতে হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংর্বধনায় এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. নান্না মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান। বিশেষ অতিথি ছিলেন, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, হোসনাবাদ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন।
বক্তব্য রাখেন, কবি ইলিয়াস হোসেন খান নান্নু, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির কমিটির সদস্য মো. মোশারেফ হোসেন, বিদ্যালয়ের শিক্ষক মো. আবুল কাশেম, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোসা. শাহনাজ আক্তার ও জাহিদ হাসান। এ সময় সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন