ল²ীপুরের রামগতি উপজেলার দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামীয় কলাকোপা মাদরাসার দু’দিন ব্যাপী ইসলামী সম্মেলন সম্পন্ন হয়েছে। গত ২ দিন শুক্র ও শনিবার এলাকার সাধারণ মানুষদের ইসলামী জ্ঞান সম্পর্কে জাগ্রত করার লক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবারের শেষ বয়ানে প্রধানবক্তা হিসেবে বয়ান করেন আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ, ঢাকা। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুফতি আছেম। এ ছাড়াও কলাকোপা মাদরাসার মোহতামিম মাওলানা মোহাম্মদ আলী, মোহাদ্দেস মাওলানা নুরুল ইসলাম, অত্র মাদরাসার শাইখুল হাদীস মাওলানা আখতার হোছাইন ও মুফতি হারুনুর রশিদসহ বিভিন্ন দূরদুরান্ত থেকে আগত ওলামায়ে কেরাম শেষ বয়ানে অংশ নেন। সম্মেলনে সভাপত্বি করেন মাওলানা আব্দুল্লাহ আল ইস্রাফিল। কলাকোপ ইসলামী মাদরাসাটি বৃহত্তর রামগতি উপজেলার স্বনামধন্য এ দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন