শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বিনিয়োগ পরিস্থিতির উন্নতি করতে না পারলে জিডিপির প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব নয়। তাই দেশের বেসরকারিখাতের বিনিয়োগ বাড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
গতকাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)-এর প্রেসিডেন্ট নিহাদ কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিল্পমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এ সময় এমসিসিআইয়ের সহ-সভাপতি ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিন, সদস্য ও অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানির (প্রাণ) পরিচালক উজমা চৌধুরী, মডার্ন ইন্ডাস্ট্রিজ (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তারেক মো. আলী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, এম জে আবেদীন অ্যান্ড কোং-এর পার্টনার হাসান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যবসায়ী প্রতিনিধিরা বেসরকারিখাতে বিনিয়োগ বাড়ানো এবং শিল্পখাতের উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা করেন। শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিল্পখাতের গুণগত পরিবর্তন ও বেসরকারি খাতের টেকসই বিকাশে শিল্প মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি শিল্প উদ্যোক্তাদের নতুন নতুন মম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান জানান। এর আগে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এক প্রতিনিধি দল শিল্পমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন