শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শিবগঞ্জে মাদক-অস্ত্রের গুলিসহ আটক ৭

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

উপজেলার পুখুরিয়া এলাকা থেকে ইয়াবা ও পিস্তুলের গুলিসহ সন্দেহজনকভাবে সাতজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়ার সেরাজুলের ছেলে মিজানুর রহমান (২২), একই গ্রামের শরিফুলের ছেলে লিটন (২২), কুমিল্লার কোতোয়ালী উপজেলার সাত্রা এলাকার চেরাগ আলির ছেলে মিলন (২০) ও জব্বার মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৯)। এছাড়া বাকি অজ্ঞাত তিনজন শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। শিবগঞ্জ থানার অফিসার ওসি সিকদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিনগত রাতে উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া গ্রামের সেরাজুলের ছেলে মিজানের বাড়িতে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ও ৬ রাউন্ড পিস্তুলের গুলিসহ বাড়িতে অবস্থানরত সন্দেহজনক সাতজনকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন