বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রত্যাশিত সাড়া জাগিয়েছেন ‘মণিকর্ণিকা : দ্য কুইন অফ ঝাঁসি’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম


‘মণিকর্ণিকা : দ্য কুইন অফ ঝাঁসি’ ফিল্মটি নিয়ে যত আলোচনা হয়েছে তার সবটাই প্রতিফলিত হয়েছে ফিল্মটি মুক্তি পাবার পর। গত শুক্রবারে একই দিনে বায়োপিক ‘থাকরে’ মুক্তি পেয়েছে; ‘মণিকর্ণিকা’র সাফল্যে যে এটি হারিয়ে গেছে তা কিন্তু নয়। দুটি ফিল্মের আয়ের একটি ধারা লক্ষণীয়- শনিবারের আর কমে যাওয়ার যে চিরাচরিত রীতি আছে তা কাটিয়ে উঠতে পেরেছে দুটি ফিল্মই। প্রথম ফিল্মটি তো দ্বিতীয় দিনে প্রায় দ্বিগুণ বেশি আয় করেছে। পিরিয়ড ওয়ার ড্রামা ‘মণিকর্ণিকা : ঝাঁসি কি রানি’ পরিচালনা করেছেন কঙ্গনা রানৌত এবং কৃষ। এতে অভিনয় করেছেন কঙ্গনা রানৌত, যীশু সেনগুপ্ত, ড্যানি ডেনজোংপা, তাহের শাব্বির, সুরেশ ওবেরয়, অঙ্কিতা লোখান্ড, কুলভূষণ খারবান্ডা, মোহাম্মদ জিশান আয়ুব, অতুল কুলকার্নি এবং মিষ্টি। মুক্তির দিন এটি আয় করেছে ৮.৭৫ কোটি রুপি, পরের দিন ১৬.১০ কোটি রুপি। রবিবারের ১৫.৭০ কোটি রুপি আয়ে সপ্তাহান্তে আয় ৪০.৫৫ কোটি রুপি। সোমবার ফিল্মটি আয় করেছে ৫.১০ কোটি রুপি। গড় থেকে অনুকূল মত পেয়েছে চলচ্চিত্রটি। ১২৫ কোটি রুপি বাজেটে নির্মিত ‘মণিকর্ণিকা : ঝাঁসি কি রানি’ ৩০০০ পর্দায় মুক্তি পেয়েছে। শিব সেনা প্রতিষ্ঠাতা বাল থাকরের জীবন অবলম্বনে বায়োগ্রাফিকাল ড্রামা ধারার ফিল্ম ‘থাকরে’ পরিচালনা করেছেন অভিজিত পানসে। অভিনয় করেছেন নেওয়াজউদ্দিন সিদ্দিকি, অমৃতা রাও, আবদুল কাদির আমিন, সুধীর মিশ্র, ল²ণ সিং রাজপুত, অঙ্কুশ যাদব, নিরানিয়ান জাবির, রাধা সাগর এবং সতীশ আলেকার। প্রথম দিন ফিল্মটি আয় করেছে ৬ কোটি রুপি। শনিবার আর রবিবার ফিল্মটির আয় যথাক্রমে ১০ কোটি রুপি এবং ৬.৯ কোটি রুপি। সপ্তাহান্তের আয় ২২.৯০ কোটি রুপি। সোমবারের আয় ১.৩৫ কোটি রুপি। ফিল্মটি সীমিত পর্দায় মুক্তি পেয়েছে। ফিল্মটি সামগ্রিকভাবে প্রশংসিত হয়েছে, বিশেষ করে নেওয়াজউদ্দিনের পারফর্মেন্স। ৩০ কোটি রুপিতে ‘থাকরে’ নির্মিত হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন