বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মণিকর্ণিকা : দ্য কুইন অফ ঝাঁসি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১১ এএম

বেনারসে বড় হয়ে উঠছিল কিশোরী মণিকর্ণিকা (কঙ্গনা রানৌত)। মুক্ত স্বাধীনভাবে খেলাধুলার মধ্যে তার বেড়ে ওঠা। ঝাঁসি রাজ্যের এক সভাসদ মণিকর্ণিকার মাঝে একজন রাজবধূর গুণ দেখতে পেয়ে রাজপরিবারে খবর নিয়ে যায়। ঝাঁসির রাজা গঙ্গাধর রাওয়ের (যীশু সেনগুপ্ত) সঙ্গে মণিকর্ণিকার বিয়ের প্রস্তাব দেয়া হয়। রাজবধূ হয়ে সে ঝাঁসিতে আসে। তার নতুন নাম হয় লক্ষ্মীবাই। বেশি সময় লাগে না তার রাজপরিবারের পরিবেশে খাপ খাইয়ে নিতে। কিছুদিন পরই ইংরজদের সঙ্গে গবাদি পশু নিয়ে রাজপরিবারে দ্বন্দ্ব সৃষ্টি হয়, লক্ষ্মীবাই একজন রানির মতই তা সামলে নেয়। গঙ্গাধরের অকাল মৃত্যুর পর অন্য হিন্দি বিধবার মত রীতি পালন না করে লক্ষ্মীবাই স্বামীকে দেয়া প্রতিশ্রুতি রাখতে সিংহাসনে বসে। ইংরেজদের সঙ্গে সন্ধিতে বাধ সাধে সে। এর ফলে ইংরেজ আর ঝাঁসি রাজ্যের মাঝে বিরোধের সৃষ্টি হয়। বিরোধ একসময় যুদ্ধে রূপ নেয় এবং লক্ষ্মীবাই ঝাঁসির সেনা বাহিনীর নেতৃত্ব গ্রহণ করে।

বলিউড শীর্ষ পাঁচ
১ মণিকর্ণিকা : দ্য কুইন অফ ঝাঁসি
২ থাকরে
৩ হোয়াই চিট ইন্ডিয়া
৪ উরি : সার্জিকাল স্ট্রাইক
৫ দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন